1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

রাউজানের পূর্ব ইদিলপুর পূর্ণানন্দ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৩১ Time View

প্রদীপ শীল, রাউজানঃ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাউজানের বিনাজুরী ইউনিয়নের পূর্ব ইদিলপুর পূর্ণানন্দ বিহারে দানশ্রেষ্ট দানোত্তম কঠিন চীবরদান সম্পন্ন হয়েছে। ৬ নভেম্বর অনুষ্ঠিত পূণ্যময় এই অনুষ্ঠানে আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ইদিলপুর জ্ঞানবিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপাল মহাথেরো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি বিনয়শীল ভদন্ত বিনয়পাল মহাথেরো, প্রধান অতিথি ছিলেন মধ্যম বিনাজুরি শান্তিধাম বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাথেরো প্রধানসদ্ধর্ম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথেরো, বিশেষ আলোচক ছিলেন ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, ভদন্ত শাসনশ্রী মহাথেরো, ভদন্ত বুদ্ধরত্ন থেরো, ভদন্ত রাষ্ট্রপাল থেরো, ভদন্ত আনন্দবোধি থেরো, ভদন্ত জিনবংশ থেরো, ভদন্ত শান্তজ্যোতি ভিক্ষু, ভদন্ত ধর্মবংশ মহাথেরো, ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু, ভদন্ত এম. রতনশ্রী ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু উদ্ধোধনী বক্তব্য রাখেন পূর্ব ইদিলপুর পূর্ণানন্দ বিহারের সভাপতি ও অধ্যক্ষ ভদন্ত এফ. সংঘপাল ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিনাজুরি ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বাবু সংঘপ্রিয় বড়ুয়া,

ও উদ্ধোর্তন সহ -সভাপতি বিমলমিত্র বড়ুয়া, মাখন লাল বড়ুয়া সম্পাদকীয় বক্তব্য রাখেন বিহার কমিটি’র সাধারন সম্পাদক সিকু কুমার বড়ুয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিক ও রোমেন বড়ুয়া। অনুষ্ঠানে কয়েক শতাধিক ধর্মপ্রান পূণ্যর্থীর উপস্থিত ছিলেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com