1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

লোহাগাড়ায় ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউটে দূর্ধর্ষ চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৬৪৫ Time View

মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া থেকেঃ

লোহাগাড়া উপজেলার ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত দিনগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন প্রতিষ্টানের কর্তৃপক্ষ। জানা গেছে, ২ জুন ( মঙ্গলবার) দুপুর সাড়ে বারটায় অধ্যাপক এস এম সরোয়ার কামাল ও প্রতিষ্টানটির স্টাফ মোরশেদ আলম ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউটে গেলে অবস্থাদৃষ্টে চুরির ঘটনা অনুমান করতে পেরে প্রতিষ্টানটির স্বত্বাধিকারী সাংবাদিক কাইছার হামিদকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। তিনি ঘটনাস্থলে এসে দেখেন চোরেরদল মূল ফটকের গ্রিলের অংশ স্বকৌশলে ভেঙ্গে কেটে এ ঘটনা ঘটিয়েছে এবং ল্যাপটপ, কম্পিউটার পার্টস, নগদ টাকা সহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানান কাইছার হামিদ। চোরেরা প্রতিষ্টানের ভেতরের জিনিসপত্র তছনছ ও আলমারীর তালাও ভেঙ্গে ফেলে। কাইছার হামিদ বলেন, আমি বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ও শহর উন্নয়ন কমিটির যুগ্ন-আহবায়ক মিয়া মোহাম্মদ শাহজাহানকে অবহিত করেছি। লকডাউনের সময় প্রতিষ্টান বন্ধ ছিল। যার কারনে প্রতিষ্টানে আর আসা হয়নি। উল্লেখ্য যে, বটতলী মোটর ষ্টেশনস্থ ফাহাদ কম্পিউটারেও চুরির ঘটনা ঘটেছে। মুলতঃ ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউট’র পরিচালক নীরব জসিম গত ২১ মার্চ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। সে দিন থেকে প্রতিষ্টানটি বন্ধ রয়েছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com