1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তায়: ইউপি সদস্যের মোবাইল নম্বর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬৭৫ Time View

সরাদেশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সে তালিকায় বাগেরহাটের শরণখোলায় চল্লিশ জন মানুষের মধ্যে এক ইউপি সদস্য নিজের নাম তুলে দেওয়ার ঘটনায় এলাকাসহ সারা দেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে শরণখোলা উপজেলার ওই তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও স্বচ্ছল ব্যক্তির নামও রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউপি সদস্য হচ্ছেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসান।এ ঘটনায় অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঠিক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও কথা জানিয়েছেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে উপজেলা প্রশাসনের কাছে এ অনিয়ম ধরা পরে। দেখা যায়, খোন্তাকাটা ইউনিয়নের একটি ওয়ার্ডের তালিকায় এক ব্যক্তির নামের পাশের নম্বরটি ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসানের। সুফলভোগীদের নামের পাশে তাদের নিজেদের মোবাইল নম্বর সংযুক্ত করার কথা থাকলেও ওই ইউপি সদস্য অসৎ উদ্দেশে নিজের মোবাইল নম্বর লিখে দিয়েছেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন বিষয়টি সংশোধন করে উপকারভোগীর নম্বর বসিয়েছেন বলে জানা যায়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকায় এক ইউপি সদস্যের মোবাইল নম্বর পাওয়া যায়। পরবর্তীতে আমরা মোবাইল নম্বর সংশোধন করে চূড়ান্ত তালিকা করেছি। ১৭ মে চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬.৫.২০২০,৪:৩৯পিএম



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com